Ad

নীতি💜কথা




সিংহের গতিবেগ ঘন্টায় প্রায়
৮০ কিলোমিটার। তবে কিছু
হরিণের গতিবেগ কখনো কখনো
৮৫ কিলোমিটারের উপরেও
ওঠে। এরপরও সিংহ হরিণকে
শিকার করে!
কীভাবে করে জানেন?
সিংহ যখন হরিণকে তাড়া করে
তখন হরিণটি দৌড়ানোর সময়
বারবার পিছে ফিরে তাকায়,
সিংহটি আর কতোটুকু দূরে আছে
সেটা দেখার জন্য। এ কারণে
হরিণের গতি কমে যায়।
অন্যদিকে সিংহটি সামনে
দৌড়ানো হরিণটিকে দেখে মনে
করে, "এই তো, আরেকটু হলেই
ওকে আমি ধরে ফেলবো"।
সিংহটির শক্তি আর ফোকাস
বেড়ে যায়! আর দিন শেষে
সিংহটির ক্ষুধার কাছে
হরিণটির বেঁচে থাকার তাড়না
হেরে যায়।
সারকথা:
একটু পরপরই আপনি যদি পিছনে
ফিরে তাকান, তাহলে আপনি
কোন দিনই সামনে আগাতে
পারবেন না। সামনে আগাতে
হলে, আগে সামনে দেখা
প্রয়োজন, সামনে মনোযোগ
দেয়া প্রয়োজন।
ঠিক মুসলিমরা যেভাবে পিছনে
ফিরে তাকায়
মসজিদ এ যাবো কিনা।
মুখে দাড়ি এত তাড়াতাড়ি
রাখবো কিনা।
মেয়েরা নামাজ পর্দা এত
তাড়াতাড়ি করবো কিনা?!
আরেকটুবয়স্ক হই তারপর দেখি
কি করা যায়।
এত তাড়াতাড়ি হজ্জ নয় তবে তো
আর পাপ কাজ করতে পারবো না।
দেখি আরো কিছু পাপ কামিয়ে
নেই
ইত্যাদি কত কিছু চিন্তা করতে
করতে পিছনে ফিরে তাকানো
আমাদের।
অবশেষ আর সামনে তাকানো হয়
না
মুসলিম হয়েও এত ভাগ্যবান
হয়া সতেও সেই
৮৫ বেগে চলা হরিণের মত
সিংহের হাতে মুত্যুবরণ
করা।
আফসোস করা লাগবে আপনার
আমার
আমাদের সবার।

Post a Comment

0 Comments