রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ
“যে ব্যক্তি সৎ ও ভাগ্যবান তার কাছে ভাগ্যবানদের আমল,
কঠিন অনুভূত হয় না।
আর যে ব্যক্তি পাপিষ্ঠ ও হতভাগ্য
তার কাছে হতভাগ্যদের আমল সহজ হয়ে যায়।”
~~~
এ জন্যেই আল্লাহ পাক বলেনঃ
"এক দলকে আল্লাহ সৎপথে পরিচালিত করেছেন,
এবং অপর দলের জন্যে সংগত কারণেই ভ্রান্তি নির্ধারিত হয়েছে।"
অতঃপর আল্লাহ পাক এর কারণ বর্ণনায় বলেছেনঃ
"তারা আল্লাহকে ছেড়ে শয়তানকে অভিভাবক ও বন্ধু বানিয়ে নিয়েছিল।"
_______[ইমাম ইবনে কাসির]______
“যে ব্যক্তি সৎ ও ভাগ্যবান তার কাছে ভাগ্যবানদের আমল,
কঠিন অনুভূত হয় না।
আর যে ব্যক্তি পাপিষ্ঠ ও হতভাগ্য
তার কাছে হতভাগ্যদের আমল সহজ হয়ে যায়।”
~~~
এ জন্যেই আল্লাহ পাক বলেনঃ
"এক দলকে আল্লাহ সৎপথে পরিচালিত করেছেন,
এবং অপর দলের জন্যে সংগত কারণেই ভ্রান্তি নির্ধারিত হয়েছে।"
অতঃপর আল্লাহ পাক এর কারণ বর্ণনায় বলেছেনঃ
"তারা আল্লাহকে ছেড়ে শয়তানকে অভিভাবক ও বন্ধু বানিয়ে নিয়েছিল।"
_______[ইমাম ইবনে কাসির]______


0 Comments