Ad

হাশরের ময়দানে ৭ শ্রেণীর মানুষ আরশের ছায়া তলে স্থান পাবে

তাঁরা হলো....
১।আদেল ইমাম বা নেতা :এখানে ন্যায় পরায়ণ শাসক বা নেতা কে বোঝানো হয়েছে।এরা আরশের নীচে জায়গা পাবে।
২।মহান ও পরাক্রমশালী আল্লাহর ইবাদতে লিপ্ত যুবক :এখানে বোঝানো হয়েছে যে মুসলিম তার যুবক বয়সটি ইবাদতের মধ্যে দিয়ে পার করেছেন।এরা আরশের নীচে জায়গা পাবে।
৩।মসজিদের সাথে ঝুলন্ত হৃদয় সম্পন্ন ব্যক্তি ::এখানে বোঝানো হয়েছে যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়ার পর আরেক ওয়াক্ত পড়ার কথা ভাবতে থাকে। কখন না জানি আরেক ওয়াক্ত চলে আসে এই ভেবে ঘড়ি দিকে মাঝে মাঝে নজর দেয়।এরা আরশের নীচে জায়গা পাবে।
৪।এমন দুজন ব্যক্তি যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই একে অপর কে মহব্বত করে এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই সমবেত হয় এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই পরস্পর হতে বিচ্ছিন্ন হয়।
৫।এমন ব্যক্তি যাকে কোনো সুন্দর রমণী (ব্যভিচারের জন্য) আহবান করলো কিন্তু সে বলল আমি আল্লাহ কে ভয় করি।
৬।যে ব্যক্তি অত্যন্ত গোপন ভাবে দান করে। তার ডান কিছু দান করলে বাম হাত সে ব্যপারে অবগত হয় না।
৭।যে ব্যক্তি নির্জনে থাকলে আল্লাহর জন্য দু চোখের অশ্রু ছেড়ে দেয়।এরা আরশের নীচে জায়গা পাবে।
                         (সহিহ বুখারী ও মুসলিম)
আল্লাহ আমাদের যেকোনো এক শ্রেণীর মাঝে অন্তর্ভুক্ত করে নিন(আমিন)

Post a Comment

0 Comments