Ad

জান্নাতকে আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে


কিন্তু জান্নাত পাওয়ার জন্য যে কাজগুলো করতে হয়, সেগুলোকে অনাকর্ষণীয় করে ডিজাইন করা হয়েছে। আবার জাহান্নামকে অনাকর্ষণীয় করে তৈরি করা হয়েছে। কিন্তু যে কাজগুলো মানুষকে জাহান্নামে নিয়ে যাবে সেগুলোকে আকর্ষণীয় করে ডিজাইন করা হয়েছে।

যেটা আমরা জিব্রাইল (আ)কে জান্নাত জাহান্নাম দেখানোর হাদিস থেকে জানি।
মানুষের দুনিয়াবী কাজগুলোই শেষ পর্যন্ত হয় জান্নাতের নেয়ামত অথবা জাহান্নামের শাস্তিতে পরিণত হবে। এ আয়াতগুলোর দিকে লক্ষ্য করুন।
وَذُوۡقُوۡا عَذَابَ الۡخُلۡدِ بِمَا كُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ‏ -
তোমরা চিরস্থায়ী শাস্তি আস্বাদন করতে থাক, তোমরা যা করতে তার জন্য।
-----সূরা সাজদাহ্ আয়াত ১৪
وَتِلۡكَ الۡجَنَّةُ الَّتِىۡۤ اُوۡرِثۡتُمُوۡهَا بِمَا كُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ‏ -
এটাই জান্নাত, তোমাদেরকে যার অধিকারী
করা হয়েছে, তোমাদের কর্মের ফল স্বরূপ।
-----সূরা আয যুখরুফ আয়াত ৭২
كُلُوۡا وَاشۡرَبُوۡا هَـنِٓـيـْئًا ۢ بِمَا كُنۡـتُمۡ تَعۡمَلُوۡنَۙ‏ -
"তোমরা যা করতে তার প্রতিফল স্বরূপ তোমরা তৃপ্তির সাথে পানাহার করতে থাক।"
-----সূরা আত্ব ত্বুর আয়াত ১৯
سَلٰمٌ عَلَيۡكُمُۙ ادۡخُلُوا الۡجَـنَّةَ بِمَا كُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ‏ - ‘তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা যে আমল করতে তার ফল হিসেবে জান্নাতে প্রবেশ কর।’
-----সূরা-আল নাহল আয়াত ৩২
খেয়াল করেছেন? আয়াতগুলোতে বার বার বলা হচ্ছে 'তোমরা যা করতে' তার ফলস্বরূপ হয় জান্নাতের নেয়ামত অথবা জাহান্নামের শাস্তি।
তাই, আপনার কাজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন। শয়তানকে কোনভাবেই নিজের নিয়ন্ত্রণ নিতে দিবেন না। আর নিজেকে অতো শক্তিশালী মনে করবেন না। কারণ, আমরা দুর্বল। আমাদেরকে দুর্বল করেই সৃষ্টি করা হয়েছে।
আল্লাহ তায়ালা বলেন-وَ خُلِقَ الۡاِنۡسَانُ ضَعِیۡفًا- "আর মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে।"
---সূরা নিসা আয়াত ২৮
তাই, নিজেকে রক্ষা করার জন্য সবসময় সতর্ক থাকুন।
আর উত্তম আমল করার ক্ষেত্রে সক্রিয় থাকুন। অলসতা ত্যাগ করুন। অনেক সময় অলসতা শেষ পর্যন্ত কোনো একটা পাপের দিকে নিয়ে যায়।
©

Post a Comment

0 Comments