Ad

একদিন রাসুল (সঃ) মসজিদের মিম্বারে উঠছিলেন।


যখন তিনি ১ম মিম্বারে পা দিলেন তখন বললেন আমিন।
এবার যখন ২য় মিম্বারে পা দিলেন আবার বললেন আমিন।
যখন ৩য় মিম্বারে পা দিলেন আবার বললেন আমিন।
তখন সাহাবীরা জিজ্ঞেস করলো হে রাসুল (সঃ) আপনি কেনো তিন বার আমিন বললেন?
তখন রাসুল (সঃ) বললেন-
আমি যখন ১ম মিম্বারে পা দিলাম তখন
জিবরাঈল (আঃ) আমাকে বললেন -“যে ব্যাক্তি রমজান মাস পেলো কিন্তু তার গুনাহ মাফ করে নিতে পারলোনা তার জন্য ধ্বংস।
তখন আমি বললাম আমিন।
যখন আমি ২য় মিম্বারে পা দিলাম তখন জিবরাঈল আমাকে বললো “ যে ব্যাক্তি তার মা ও বাবা দুইজনকেই জীবিত অবস্থায় পেলো বা তাদের মধ্যে একজনকে জীবিত অবস্থায় পেলো কিন্তু তাদের সেবা করে নিজের গুনাহ মাফ করে নিতে পারলোনা তার জন্য ধ্বংস।
তখন আমি বললাম আমিন।
যখন আমি ৩য় মিম্বারে পা রাখলাম তখন জিবরাঈল আমাকে বলল “ যে ব্যাক্তি আপনার নাম শুনলো কিন্তু (সঃ) কথাটি বলল না তার জন্য ধ্বংস।
তখন আমি বললাম আমিন। (আল হাদিস)
তাই আসুন এই রমজান মাসে নেক আমল করে, মাতা পিতার সম্মান ও সেবা করে এবং রাসুল (সঃ) ভালোবেসে নিজের গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে চিরস্থায়ী জান্নাতের জন্য নিজেদের যোগ্য
হিসাবে গড়ে তুলি।
আল্লাহ্ আমাদের সেই
তওফিক দান করুন।

Post a Comment

0 Comments