Ad

সালাত




#ইমাম আবূ হানিফার তরিকায় ছালাত আদায় করলে ছালাত হবেনা৷
#ইমাম শাফির তরিকায় ছালাত আদায় করলে ছালাত হবেনা৷
#ইমাম আহমাদ বিন হাম্বলের তরিকায় ছালাত আদায় করলে ছালাত হবেনা৷
#ইমাম মালেকের তরিকায় ছালাত আদায় করলে ছালাত হবেনা৷
#কোন ছাহাবির তরিকায় ছালাত আদায় করলে ছালাত হবেনা৷
#শেষ নবীর পুর্বের কোন নবী-রাসূলের তরিকায় ছালাত আদায় করলে ছালাত হবেনা৷
#কোন পীরের তরিকায় ছালাত আদায় করলে ছালাত হবেনা৷
#কোন আলেম-উলামা বা হুজুরের তরিকায় ছালাত আদায় করলে ছালাত হবেনা৷
#নিজের মা-বাপ, দাদা, নানা, চাচা, বড় জন বা ময়মুরুব্বির তরিকায় ছালাত আদায় করলে ছালাত হবেনা৷
#নিজের মনমত ছালাত আদায় করলে ছালাত হবেনা৷
#যত সুন্দর তরিকায় ছালাত আদায় করেন না কেন ছালাত হবেনা৷
#বড় হুজুর কিংবা বড় হুজুরের বাপের তরিকায় ছালাত আদায় করলে ছালাত হবেনা৷
#মুমিন পুরুষ ও নারী ছালাত আদায় করবে কেবল মাত্র একজন ব্যক্তির তরিকায় তাহলেই ছালাত হবে৷ তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম৷ #তিনি বলেছেন, তোমরা ছালাত (নামাজ) আদায় কর সেভাবে যেভাবে আমাকে ছালাত আদায় করতে দেখছ৷[1]
#বাজারে নানান ধরণের এবং বিভিন্ন লেখকের ছালাতের বই প্রচলিত আছে যার একটাও রাসূলের (ছাঃ) তরিকার ছালাতের বই নয়; বরং মাযহাবী তরিকার ছালাতের বই৷ যেমন, পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা, মোকছুদুল মোমীন বা বেহেস্তের পথ, তালীমুস সালাত, নবীজীর নামাজ, বেহেস্তী জেওর, বার চান্দের ফযিলত, আহসান ফিকাহ, ফাযায়েলে নামাজ প্রভৃতি৷
#সুতরাং আপনার ছালাত সংশোধন এবং রাসুলের (ছাঃ) তরিকায় ছালাত আদায় করতে হাদীছের কিতাব অধ্যায়ন করুন৷ রাসূলের (ছাঃ) তরিকার ছালাত শিক্ষার জন্য নিম্নের দুটি বই সংগ্রহ করতে পারেন৷
(১) ছালাতুর রাসূল (ছাঃ)৷ --- লেখক : মুহাম্মাদ আসাদুল্লাহ্ আল গালিব৷
(২) জাল হাদীছের কবলে রাসূলের (ছাঃ) ছালাত৷ --- লেখক : মুযাফফর বিন মুহসিন৷
সুবহা-নাকা আল্লা-হুম্মা ওয়াবি হাম্দিকা আশহাদু আল্লা-ইলা-হা ইল্লা আংতা আসতাগফিরুকা ওয়া আতূবু ইলায়ক৷
[1]. বুখারী হাদীছ নম্বর-- ৬৩১, ৬০০৮, ৭২৪৬; মিশকাতুল মাসাবিহ হাদীছ নম্বর-- ৬৮৩, ‘ছালাত’ অধ্যায়-৪, অনুচ্ছেদ-৬)।

Post a Comment

0 Comments