__অসুস্থ তাই,,,!
তুমি কি হযরত আইয়ুব (আঃ) এর চেয়ে ও বেশি অসুস্থ..?
♦তুমি নামাজ পড়োনি কেন..
__দায়িত্ব ও কর্মভার থাকার কারনে,,,
তোমার কি হযরত সুলাইমান (আঃ) এর চেয়েও বড় রাজত্ব ছিলে নাকি..?
যে দায়িত্ব সামলাতে গিয়ে নামাজ পড়তে পারোনি।..
♦তুমি নামাজ পড়োনি কেন..
__স্বামীর অত্যাচরের জন্য।
তোমার স্বামী কি বিবি আছিয়ার স্বামী ফেরাউন এর চেয়ে ও অত্যাচারী ছিল..?
♦তুমি নামাজ পড়োনি কেন..
__সংসারী কাজ কর্মের জন্য।
তুমি কি খাতুনে জান্নাত ফাতিমা (রা) এর চেয়েও বেশি সংসারী।..
নামাজ না পড়ার জন্য আল্লাহর দরবারে কোনো অজুহাত চলবেনা। বিনা কারনে এক ওয়াক্ত নামাজ ছাড়া যাবেনা।
দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুন তেজসম্পন্ন হচ্ছে জাহান্নামের আগুন। তাই নামাজে কখনো অবহেলা করবেন না।
আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক সময়ে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তাওফিক দান করেন। (আমিন)
#সংগ্রহীত
0 Comments