'casto' ফ্রান্সের এক বড় বিজ্ঞানী। ১৯৮৬সালে তিনি এক নদীভ্রমণে ছিলেন। তখন তিনি এক জায়গায় আল্লাহর কুদরতের এক আশ্চর্যজনক কারিশমা অবলোকন করেন। তিনি দেখতে পান, দুইটি নদী এক জায়গায় মিলিত কিন্তু আশ্চর্যের বিষয় উভয় নদী মিলিত হওয়া সত্ত্বেও তাদের পানি আলাদা আলাদাভাবে প্রবহমান। অর্থাৎ দুই নদী (meet) হচ্ছে বটে কিন্তু (mix) হচ্ছে না। অথচ যখন এক পানি অন্য পানির সাথে মিলিত হয় তখন (mix)ও হয়ে যায় উভয় পানির মধ্যে কোন তফাৎ থাকে না। এ আশ্চর্যজনক দৃশ্য দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। এবং ঐ স্থানে তিনি হাত দিয়ে পরীক্ষা - নিরীক্ষা করলেন উভয় নদীর মাঝখানে কোন দেয়াল আছে কি না? কিন্তু তিনি কোন দেয়াল সেখানে পান নি। তিনি আরো অবাক হন যখন তিনি উভয় নদীর পানি পান করে,দেখলেন একটির পানি মিষ্ট অপরটির পানি লবণাক্ত যে অবস্থায় দুনো নদী পরস্পর মিলিত।তিনি ভীষণভাবে প্রভাবিত হন তিনি ঐ জায়গার ছবিও তুলে নেন। তারপর তিনি ফ্রান্সের প্রসিদ্ধ বিজ্ঞানী ডা.মরিস যিনি সুন্দর একটি পুস্তিকা রচনা করেছেন যার মধ্যে তিনি 'বিজ্ঞানের আলোকে কোরানের সত্যতা ' প্রমাণ করেছেন। এই বইটির নাম (the bible the quran and science ) তাঁর কাছে গেলেন। এবং বিস্তারিতভাবে উক্ত আশ্চর্যজনক আবিস্কারের বিবরণ তুলে ধরেন। এবং দাবী করলেন এটি আমার বড় আবিস্কার। ডা.মরিস সব শোনে বললেন, এটি তো চৌদ্দশ বছরের পুরানো আবিস্কার! casto বললেন তা কীভাবে আবিস্কার হলো ? এই আবিস্কার কবে কার মাধ্যমে হয়? ডা.মরিস বললেন চৌদ্দশ বছর পূর্বে মুহাম্মদ সা. কোরানের মাধ্যমে এটি আবিস্কার করেন। তারপর তিনি নিজের লাইব্রেরী থেকে কোরানের 'ফ্রান্সী অনুবাদ'বের করে ঐ আয়াতের অনুবাদ শোনালেন যে আয়াতে আল্লাহ পাক এমন দুই নদীর কথা উল্লেখ করেন যা একসাথে চলে কিন্তু মিশ্রিত হয় না। ঐ আয়াতে আরো বর্ণিত আছে যে আল্লাহ পাক ঐ দুই নদীর মাঝে এক 'অদৃশ্য দেয়াল' বানিয়ে দিয়েছেন যার কারণে উভয় নদীর পানি মিশ্রিত হতে পারে না। casto এটা দেখে অবাক হলেন। তারপর তিনি আরো কয়েক বছর কোরআন নিয়ে গবেষণা করেন। কয়েক বছর পর তিনি মুসলমান হয়ে যান। সারকথা কোরানই ঐ আশ্চর্যজনক আবিস্কারের 'আবিস্কার' সাড়ে চৌদ্দশ বছর পূর্বে পৃথিবীর বুকে তুলে ধরে।
0 Comments