Ad

পবিত্র কোরআনের বিষ্ময়কর তথ্য!


-পুরুষ শব্দটা এসেছে ২৪ বার
-নারী শব্দটা এসেছে ২৪ বার।
-আদেশ শব্দটা এসেছে ১০০০ বার
-নিষেধ শব্দটা এসেছে ১০০০ বার ।
-হালাল শব্দটা এসেছে ২৫০ বার
-হারাম শব্দটা এসেছে ২৫০ বার।
-জান্নাত শব্দটা এসেছে ১০০০ বার
-জাহান্নাম শব্দটা এসেছে ১০০০ বার।
-দুনিয়া শব্দটা এসেছে ১১৫ বার
- আখিরাত শব্দটা এসেছে ১১৫ বার ।
-ফেরেশতা শব্দটা এসেছে ৮৮ বার
-শয়তান শব্দটা এসেছে ৮৮ বার।
-জীবন শব্দটা এসেছে ১৪৫ বার
-মৃত্যু শব্দটা এসেছে ১৪৫ বার।
-উপকার শব্দটা এসেছে ৫০ বার
-ক্ষতিকর শব্দটা এসেছে ৫০ বার ।
-মানুষ শব্দটা এসেছে ৩৬৮ বার
-রাসুল শব্দটা এসেছে ৩৬৮ বার।
-জিহ্বা শব্দটা এসেছে ২৫ বার
-উত্তম বাক্য শব্দটা এসেছে ২৫ বার।
-মাস শব্দটা এসেছে ১২ বার আর
-দিন শব্দটা এসেছে ৩৬৫ বার।
সুবহানাল্লাহ । আল্লাহ মহান।
“হে আল্লাহ তুমি জিবরাঈল, মিকাঈল ও ইসরাফিলের রব, আসমান ও যমীন সৃষ্টিকারী, দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানের অধিকারী, তুমিই বান্দাদের বিতর্কিত বিষয়ে ফয়সালা প্রদানকারী। মানুষের বিতর্কিত বিষয়ে তুমি আমাকে সঠিক পথের দিশা দান করুন, নিশ্চয় তুমি যাকে ইচ্ছা কর সঠিক পথের দিশা প্রদান কর।

Post a Comment

0 Comments