Ad

আপনি কি দাইয়্যুস হতে চান?


.
"দাইয়ুস" হলো ঐ ব্যক্তি যে তার স্ত্রীকে বেপর্দা চালায় এবং পরিবারের সকল শরীয়াহ বিরোধী কাজকে মেনে নেয়।
"দাইয়ুস" জাহান্নামী এবং কবিরা গুনাহকারী"।
"আপন স্ত্রীকে অশ্লীলতা ও ব্যভিচারের সুযোগ দেয়া কবিরা গুনাহ।"
অনেক নামাজী লোকদের স্ত্রী ও মেয়েদেরকে দেখা যায় রাস্তা-ঘাটে বেপর্দা হয়ে বের হতে!কি হবে আপনার এই পরহেজগারিতার?
দাইয়ুস হয়ে #যদি আপনাকে যেতে হয় জাহান্নামে..!?
.
একজন নারী যদি বেপর্দায় চলে, তাহলে চার জন
পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে ! আর তারা হলঃ--
১।তার বাবা
২। তার বড় ভাই
৩। তার স্বামী
৪। তার বড় ছেলে
_________(আল-হাদিস )
{{১}}এমন অনেক আপুরা আছেন যারা ইসলামিক গ্রুপে পরামর্শ চায় "স্বামী বোরখা-নিকাব করা পছন্দ করেনা এক্ষেত্রে কি করা উচিৎ? "
উত্তর একটাই "হারাম কাজে স্বামীর আদেশ পালন জায়েজ নেই"
হাদিসে আছে - আল্লাহর অবাধ্যতায় কারো আনুগত্য নেই। আনুগত্য শুধু ভালো কাজে। (সহী মুসলিম ইঃফাঃ নং ৪৬১৩)
{{২}}
কিছু ভাইয়েরা পর্দানশীন/দ্বীনদার স্ত্রী চায় না, চায় বউ স্মার্ট হয়ে চলুক,দেখুক সবাই।বউয়ের প্রশংসা করুক!
অথচ আপনার স্ত্রীকে পরপুরুষদের করা সব প্রশংসা আপনাকে জাহান্নাম পর্যন্ত এগিয়ে দিতে পারে..!!!
{{৩}}
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কি হবে যদি আপনার নিজের স্ত্রীর ই বেপর্দা ছবি ফেইসবুকে আপলোড দিয়ে রাখেন!?যদি তাকে ঢিলেঢালা বোরকাতে নিজের সৌন্দর্যকে আবৃত করতে না দেন?
তার রূপ তো আপনার ফ্রেন্ড সার্কেলের উপভোগ করার জন্য না!আপনার সহধর্মিণী একান্তই আপনার!
কখনো কি মাথায় আসেনা আপনার স্ত্রীকে হাজার পুরুষ দেখছে!?কেউ কেউ তার ফিগার নিয়ে ভাবছে,কেউ ছবি ডাউনলোড করে নিয়ে নোংরামি করছে!?
জ্বী সত্যিই করছে।
কখনো ভেবেছেন, সবার কাছে মর্ডাণ কাপল প্রমাণ করতে গিয়ে স্ত্রীকে বেপর্দা রাখার পারমিশন আপনাকে আল্লাহ তায়ালা দিয়েছেন কি না?নাহ দেয়নি!
{{৪}}
যারা সহধর্মিণীকে মূল্যবান মনে করে কেবল তারাই বোরখা-নিকাবে আবৃত করে রাখে
কেন বুঝেননা যে,একজন পর্দানশীন/দ্বীনদার স্ত্রী,স্বামীর জন্য কত বড় উপহার!? অথচ কিছু পুরুষেরা পর্দা করতে চাওয়া স্ত্রী পেয়ে ও বেপর্দার দিকে ঠেলে দেন!কি দুঃখের বিষয়..!
মহান আল্লাহ বলেছেন: "যারা চায় যে, মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রচার ঘটুক তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর আল্লাহ জানেন, তোমরা জান না।"
_______সূরা নুর; আয়াত: ২৪:১৯।

রাসুল(সাঃ) বলেছেনঃ তিন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম___
১) যে মদ তৈরী করে।
২) যে মাতা-পিতার নাফরমানী করে এবং
৩) দাইয়্যুস
________আহমাদঃ ৫৮৩৯।
আপনার স্ত্রী বেপর্দা চললে কেবল আপনার স্ত্রী ই গুনাহগার হবেনা!
সাথে আপনিও গুনাহের ভাগ পাবেন!কোন সন্দেহ নেই..!উপরে রেফারেন্স ও দিয়েছি।
অতএব, আধুনিকতার নামে স্ত্রীকে বেপর্দা চালানো দাইয়ুস পুরুষেরা সাবধান হয়ে যান!
.
(এই টপিক নিয়ে আগে ও লিখেছি আবারো লিখলাম,তারপর ও কিছু মানুষ নিজেদের পরিবর্তন করেনা)
.
সংগৃহীত।

Post a Comment

0 Comments