লক্ষ্য মোদের জানতে চেয়েছো বন্ধু-
দিব তোমায় লক্ষ্যের সন্ধান।
আজও খোঁজো লক্ষ্য তুমি?
খুবই সুন্দর তোমার অভিযান।
দিব তোমায় লক্ষ্যের সন্ধান।
আজও খোঁজো লক্ষ্য তুমি?
খুবই সুন্দর তোমার অভিযান।
লক্ষ্য তোমায় জানতেই হবে বন্ধু,
সেটাইতো মোদের আসল বাস।
লক্ষ্যচ্যুত হয়ো নাকো তুমি,
পাড়ি দিতে হবে কঠীন পথ।
সেটাইতো মোদের আসল বাস।
লক্ষ্যচ্যুত হয়ো নাকো তুমি,
পাড়ি দিতে হবে কঠীন পথ।
যদি তুমি আকড়ে ধরতে পারো-
আল কোরআনের পথ।
বলবে শুধু আল্লাহ মোদের রব।
মানবে তুমি আল্লাহরই বিধান।
আল কোরআনের পথ।
বলবে শুধু আল্লাহ মোদের রব।
মানবে তুমি আল্লাহরই বিধান।
আসল লক্ষ্যে যেতে হলে হতে হবে-
মুহাম্মাদ (স.) এর উম্মত।
তাহলেই মোরা পাব আসল লক্ষ্য,
অনুসরণ কর তবে নবিজীর সুন্নাত।
মুহাম্মাদ (স.) এর উম্মত।
তাহলেই মোরা পাব আসল লক্ষ্য,
অনুসরণ কর তবে নবিজীর সুন্নাত।
এটাই মোদের জীবনের আসল মান।
মেনে চলব আল্লাহর হুকুম আহকাম,
জান্নাতই মোদের আসল ঠিকানা-
এটা শুধুই আল্লাহর রহমত।
মেনে চলব আল্লাহর হুকুম আহকাম,
জান্নাতই মোদের আসল ঠিকানা-
এটা শুধুই আল্লাহর রহমত।
0 Comments