Ad

আল্লাহ ক্ষমা করে দাও আমাদের কে




"হে আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করে দাও, ছোট গুনাহ, বড় গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য ও গোপন গুনাহ।"( মুসলিম ১/৩৫০)
"হে আল্লাহ্‌, আমাদের প্রভু! তোমার পবিত্রতা ঘোষণা করি তোমার প্রশংসা সহ। হে আল্লাহ্‌! তুমি আমাকে মাফ করে দাও।"( বুখারি ও মুসলিম)
"হে আল্লাহ্‌! আমি আশ্রয় চাই তোমার অসন্তুষ্টি হতে তোমার সন্তুষ্টির মাধ্যমে, আর আমি তোমার নিকট আশ্রয় চাই তোমার গজব হতে, তোমার প্রশংসা গুনে শেষ করা যায় না, তুমি সেই প্রশংসার যোগ্য যেরূপ নিজের প্রশংসা তুমি নিজে করেছো।"( মুসলিম ১/ ৩৫২০)
"হে আল্লাহ আমি তোমারই জন্য সিজদা করেছি, তোমারই প্রতি ঈমান এনেছি। তোমার জন্য নিজেকে শপে দিয়েছি আমার মুখ মণ্ডল ( আমার সমগ্র দেহ) সিজদায় অবনমিত সেই মহান সত্ত্বার জন্য যিনি উহাকে সৃষ্টি করেছেন এবং সমন্বিত আকৃতি দিয়েছেন এবং উহার কান ও চোখ দিয়েছেন,মহিমান্নিত আল্লাহ্‌ সর্বোত্তম স্রস্টা।"( মুসলিম ১/৫৩৪)

Post a Comment

0 Comments