মানুষের ধন সম্পদে তোমাদের ধন সম্পদ বৃদ্ধি পাবে,এই আশায় তোমরা সুদে যা কিছু দাও তার পদ্ধতি হলো,কোন জিনিস দান বা হাদিয়া হিসাবে এ জন্য দেওয়া যাতে তার বিনিময়ে অতিরিক্ত নিতে পারে।যাতে বিনিময় কৃত সম্পদে তার মাল বৃদ্ধি পায়।
জেনে রাখ- আল্লাহর কাছে তা বৃদ্ধি পায় না অর্থাৎ সে সমস্ত বস্তর দাতাদের জন্য কোন ছওয়াব নেই।পক্ষান্তরে আল্লাহতাআলার সন্তোষ্টি লাভের আশায় পবিত্র অন্তরে যারা দিয়ে থাকে তারাই দ্বিগুন লাভ করে।তাদের ছওয়াব যা তারা আশা করেছে তার চেয়েও দ্বিগুন।(সুরা রূম,আয়াত ৩৯)
আসুন আমরা সুদের ধারে কাছেও না যাই আর লোক দেখান দান-সদকা না করি।
জেনে রাখ- আল্লাহর কাছে তা বৃদ্ধি পায় না অর্থাৎ সে সমস্ত বস্তর দাতাদের জন্য কোন ছওয়াব নেই।পক্ষান্তরে আল্লাহতাআলার সন্তোষ্টি লাভের আশায় পবিত্র অন্তরে যারা দিয়ে থাকে তারাই দ্বিগুন লাভ করে।তাদের ছওয়াব যা তারা আশা করেছে তার চেয়েও দ্বিগুন।(সুরা রূম,আয়াত ৩৯)
আসুন আমরা সুদের ধারে কাছেও না যাই আর লোক দেখান দান-সদকা না করি।
0 Comments