➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
অহংকার হলো সত্যকে জেনে প্রত্যাখ্যান করা,অন্যকে তুচ্ছ-তাচ্ছিল্য করা,নিজেকে বড় মনে করা।
সাধারণত মানুষ কী নিয়ে অহংকার করে❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
সাধারণত মানুষ বংশ নিয়ে,রূপ নিয়ে,সম্পদ নিয়ে,প্রভাব-প্রতিপত্তি নিয়ে অহংকার করে।
অহংকার সম্পর্কে কুরআন কী বলে❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
📖৪: আন-নিসা,:আয়াত: ৩৬📖
নিশ্চিতভাবে জেনে রাখো, আল্লাহ এমন কোনো ব্যক্তিকে পছন্দ করেন না যে আত্মঅহংকারে ধরাকে সরা জ্ঞান করে এবং নিজের বড়াই করে।
📖৪: আন-নিসা,:আয়াত: ১৭২📖
মসীহ (ঈসা) কখনো নিজের আল্লাহর এক বান্দা হবার ব্যাপারে লজ্জা অনুভব করে না এবং ঘনিষ্ঠতর ফেরেশতারাও একে নিজেদের জন্য লজ্জাকর মনে করে না। যদি কেউ আল্লাহর বন্দেগীকে নিজের জন্য লজ্জাকর মনে করে এবং অহংকার করতে থাকে তাহলে এক সময় আসবে যখন আল্লাহ সবকিছুকে পরিবেষ্টন করে নিজের সামনে হাজির করবেন।
📖৪: আন-নিসা,:আয়াত: ১৭৩📖
যারা ঈমান এনে সৎকর্মনীতি অবলম্বন করেছে তারা সে সময় নিজেদের পূর্ণ প্রতিদান লাভ করবে এবং আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে আরো প্রতিদান দেবেন। আর যারা বন্দেগীকে লজ্জাকর মনে করেছে ও অহংকার করেছে, তাদেরকে আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন এবং আল্লাহ ছাড়া আর যার যার সাহায্য ও পৃষ্ঠপোষকতার ওপর তারা ভরসা করে, তাদের মধ্যে কাউকেও তারা সেখানে পাবে না।
📖৩১: লুকমান,:আয়াত: ১৮📖
আর মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে কথা বলো না, পৃথিবীর বুকে চলো না উদ্ধত ভঙ্গিতে, আল্লাহ পছন্দ করেন না আত্মম্ভরী ও অহংকারীকে।
📖৪০: আল-মু’মিন,:আয়াত: ৬০📖
তোমাদের রব বলেনঃ আমাকে ডাকো। আমি তোমাদের দোয়া কবুল করবো। যেসব মানুষ গর্বের কারণে আমার দাসত্ব থেকে মুখ ফিরিয়ে নেয় তারা অচিরেই লাঞ্ছিত ও অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে।
📖২৮: আল-ক্বাসাস,:আয়াত: ৫৮📖
আর এমন কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি যেখানকার লোকেরা তাদের সম্পদ-সম্পত্তির দম্ভ করতো। কাজেই দেখে নাও, ঐসব তাদের ঘরবাড়ি পড়ে আছে, যেগুলোর মধ্যে তাদের পরে কদাচিৎ কেউ বসবাস করেছে, শেষ পর্যন্ত আমিই হয়েছি উত্তরাধিকারী।
অহংকার সম্পর্কে হাদিস কী বলে❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
📚হাদিসে হযরত রাসুলুল্লাহ (সা.) বলেন, "যার অন্তরে অণু পরিমাণ অহংকার রয়েছে সে বেহেশতে প্রবেশ করতে পারবে না। এক ব্যক্তি বললেন, কোনো ব্যক্তি পছন্দ করে তার কাপড় সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক (তাও কি অহংকার?)। হযরত রাসুলুল্লাহ (সা.) বললেন, নিশ্চয়ই আল্লাহতায়ালা সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। প্রকৃতপক্ষে অহংকার হলো- আল্লাহর গোলামি থেকে বেপরোয়া হওয়া এবং মানুষকে অবজ্ঞা করা।" [সহিহ মুসলিম]
📚হাদিসে এসেছে-"যার অন্তরে এক যাররা (অণু) পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।" [মুসলিম, মিশকাত]
📚আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি অহংকারবশত কাপড় ঝুলিয়ে হাঁটবে কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না। আবু বকর (রাঃ) বললেন: আমার কাপড়ের একটা অংশ ঝুলে পড়ে যায়; আমি বারবার সেটাকে টেনে নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: তুমি তো অহংকারবশত সেটা কর না।” [সহিহ বুখারি :৩৪৬৫]
অহংকার থেকে বাঁচার কয়েকটা উপায় হলো-
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
🌸১) নিজেকে ছোট মনে করা।
🌸২)আগে আগে সালাম দেওয়া।
🌸৩)অন্যকে তুচ্ছ-তাচ্ছিল্য না করা।
🌸৪)অন্যের চেয়ে নিজেকে বড় মনে না করা।
🌸৫)জেনে-শুনে সত্যকে প্রত্যাখ্যান না করা।
🌸৬)রূপ,বংশ,সম্পদ নিয়ে কখনো গর্ব না করা।
🌸 ৭)বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা।
🌸৮)আল্লাহর কাছে অহংকার থেকে বাঁচার জন্য দোয়া করা।
🌺আল্লাহ আমাদের সবার অন্তরকে অহংকারমুক্ত করে দিন।🌺
[আমিন]
0 Comments