Ad

➖মহানবী (সা.) কোন রঙের পাগড়ি পরতেন⁉️

🌹 💠মহানবী (সা.)-এর জীবনী গ্রন্থগুলোর দিকে তাকালে দেখা যায়, মহানবী (সা.) বিভিন্ন রঙের পাগড়ি পরিধান করতেন। ✅কালো পাগড়ি: 👉মহানবী (সা.)-এর কালো পাগড়ি পরিধান করার বিষয়ে একাধিক হাদিস পাওয়া যায়। হজরত জাবের (রা.) বর্ণিত এক হাদিসে এসেছে : মক্কা বিজয়ের দিন মহানবী (সা.) যখন মক্কায় প্রবেশ করেন, তখন তাঁর মাথায় কালো রঙের পাগড়ি ছিল। ➖(তিরমিজি, হাদিস: ১৭৩৫) 👉অন্য হাদিসে এসেছে, জাফর বিন আমর বিন হুরাইস তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে আমি মহানবী (সা.)-কে মিম্বরের ওপর দেখেছি। সে সময় তাঁর মাথায় কালো রঙের পাগড়ি ছিল। পাগড়িটির প্রান্ত মহানবী (সা.) তাঁর দুই কাঁধের মাঝে ঝুলিয়ে রেখেছেন। ➖ (আবু দাউদ, হাদিস : ৪০৭৭) ✅সাদা পাগড়ি: রঙের মধ্যে সাদা রং মহানবীর অধিক প্রিয় ছিল—এ কথা অসংখ্য হাদিসে এসেছে। আব্দুর রহমান ইবনে আউফ (রা.) একবার কালো রঙের উঁচু-নিচু (অমসৃণ) পাগড়ি পরিধান করেছেন। (এটা দেখে) মহানবী (সা.) তাঁকে কাছে ডাকেন। তারপর সেই পাগড়ি খুলে নিলেন এবং সাদা রঙের একটি পাগড়ি পরিয়ে দিলেন। পাগড়িটি তিনি প্রায় চার আঙুলের সমপরিমাণ মাথার পেছনের দিকে ছেড়ে দিলেন। অতঃপর মহানবী (সা.) বলেন, হে ইবনে আউফ! এভাবেই (সাদা রঙের) পাগড়ি পরিধান করবে। কেননা এটাই উত্তম ও সুন্দর। ➖ (মুসতাদরাকে হাকেম : ৪/৫৮২) 👉হজরত আলী (রা.)-এর পাগড়ি সম্পর্কে হজরত ইবনে আব্বাস (রা.) বলেন, সিফিফনের যুদ্ধে আমি আলী (রা.)-কে দেখেছি, তাঁর মাথায় সাদা পাগড়ি ছিল। ➖(নেহায়া, খণ্ড ৫, পৃষ্ঠা ৭০) ✅হালকা হলুদ রঙের পাগড়ি: 👉 সাধারণত কাউকে হলুদ রঙের পাগড়ি পরিধান করতে দেখা যায় না। কিন্তু প্রিয় নবী (সা.) হলুদ রঙের পাগড়ি পরিধান করেছেন। এ বিষয়ে একাধিক হাদিস পাওয়া যায়। এক হাদিসে এসেছে, হজরত ইসমাঈল বিন আব্দুল্লাহ বিন জাফর তাঁর পিতা থেকে বর্ণনা করেন, আমি মহানবী (সা.)-কে দেখেছি, তাঁর পবিত্র দেহে জাফরান রঙের দুটি কাপড় ছিল। একটি হলো চাদর, অন্যটি হলো পাগড়ি। ➖(মুসতাদরকে হাকেম, হাদিস: ৭৩৯৫) 👉অন্য হাদিসে এসেছে, জায়েদ ইবনে আসলাম (রহ.) থেকে বর্ণিত আছে, হজরত ইবনে ওমর (রা.) তাঁর দাড়ি হলুদ রঙে রঙিন করতেন। এমনকি তাঁর কাপড়ও হলুদ রঙের হতো। তাঁকে জিজ্ঞেস করা হলো, আপনি নিজেকে হলুদ রঙে রঙিন করেন কেন? তিনি জবাব দিলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে দেখেছি, তিনি হলুদ রঙের কাপড় ব্যবহার করতেন। এই রং তাঁর অনেক পছন্দের ছিল। কখনো কখনো তিনি (হলুদ রঙের মিল রেখে) জামা-পাগড়ি (দেহের সব কাপড়) পরিধান করতেন। ➖ (আবু দাউদ, হাদিস: ৪০৬৪) 👉মুসলমানদের জন্য সর্বক্ষেত্রে একমাত্র মডেল হলো প্রিয় নবী (সা.)। আমরা দেখতে পাই, মহানবী (সা.) হলুদ রঙের জামা, পাগড়ি ও রঙের মিল রেখে পোশাক পরিধান করেছেন। ওপরোল্লিখিত হাদিস ছাড়াও এ বিষয়ে আরো হাদিস পাওয়া যায়। 👉এক হাদিসে এসেছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেছেন, (একবার) রাসুলুল্লাহ (সা.) আমাদের সামনে আসেন। তাঁর দেহ মোবারকে হলুদ জামা, হলুদ চাদর ও হলুদ পাগড়ি ছিল। ➖(তারিখে দামেশক: ৩৪/৩৮৫) 👉এখানে বিশেষ সতর্কতা হলো, পোশাকে গাঢ় হলুদ রং ব্যবহার ইসলামে নিষিদ্ধ। তাই এই হাদিসগুলোতে হালকা হলুদ রঙের কথা বলা হয়েছে। এটাই আলেমদের অভিমত। ✅হালকা লাল রঙের পাগড়ি: 👉পুরুষের জন্য গাঢ় লাল রঙের পোশাক পরিধান করা ইসলামে নিষিদ্ধ। তবে মহানবী (সা.) থেকে হালকা লাল রঙের পাগড়ি পরিধানের প্রমাণ পাওয়া যায়। হাদিস শরিফে এসেছে, আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত, আমি রাসুলুল্লাহ (সা.)-কে অজু করতে দেখেছি। তাঁর মাথার ‘কিতরি’ একটি পাগড়ি ছিল। তিনি পাগড়ির নিচে হাত প্রবেশ করান। অতঃপর মাথার সামনের অংশ মাসেহ করে নেন। কিন্তু তিনি পাগড়ি খোলেননি। ➖(আবু দাউদ, হাদিস: ১৪৭) 👉 ‘কিতরি’ বলা হয় এমন চাদরকে, যার মধ্যে হালকা লাল রং আছে। ➖(নেহায়া লিইবনিল আসির: ৪/৮০) 👉মহানবী (সা.) কি সবুজ রঙের পাগড়ি পরিধান করেছেন? মসজিদে নববীর গম্বুজ সবুজ রঙের হওয়ায় অনেকে সবুজ রংকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশেষ মর্যাদা দেন। আমাদের দেশের এক শ্রেণির লোক সবুজ পাগড়ি পরিধান করে নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখেন। আবার কেউ কেউ সবুজ একটি পাগড়ির ছবি এই বলে প্রচার করেন যে এটি হুজুর (সা.)-এর পাগড়ি মোবারক! অথচ সহিহ ও জয়িফ (সূত্রগতভাবে সবল বা দুর্বল) কোনো হাদিসে মহানবী (সা.) থেকে সবুজ পাগড়ি পরিধানের প্রমাণ নেই। এ বিষয়ে আল্লামা সুয়ুতি (রহ.) লিখেছেন, কিছু লোক সবুজ রঙের পাগড়ি পরিধান করে। অথচ হাদিস ও শরিয়তে এই পাগড়ির কোনো ভিত্তি নেই। ইসলামের প্রথম যুগেও এর প্রচলন ছিল না। ৭৭৩ হিজরিতে এর প্রচলন হয়েছে। সুবান বিন হোসাইন নামের একজন শাসক এর প্রচলন ঘটিয়েছেন। আল্লামা ইবনে হাজার হাইসামি (রহ.) লিখেছেন, সবুজ পাগড়ির (শরিয়তে) কোনো ভিত্তি নেই। বাদশা সুবান বিন হোসাইনের নির্দেশে ৭৭৩ হিজরিতে এর প্রচলন ঘটে। তবে হ্যাঁ, কোনো কোনো সাহাবি থেকে সবুজ রঙের পাগড়ি পরিধানের প্রমাণ পাওয়া যায়। যেমন—সুলাইমান বিন আবু আব্দুল্লাহ (রহ.) বলেন, আমি প্রথম দিকের হিজরতকারী সাহাবিদের (দেখতে) পেয়েছি। তাঁরা কালো, সাদা, লাল, সবুজ ও হলুদ রঙের অমসৃণ পাগড়ি পরিধান করেছেন। ➖(ইবনে আবি শাইবা, হাদিস: ২৪৯৮৭)

Post a Comment

0 Comments