➡️১. কখনো আল্লাহর শুকরিয়া আদায় থেকে নিজেকে বিরত রাখবেন না; তাহলে তিঁনি আর বাড়িয়ে দিবেন না।
যদি তোমরা শুকরিয়া আদায় করো; তাহলে বাড়িয়ে দিবো। __(সূরা ইব্রাহিম:০৭)
➡️২. কখনো আল্লাহর স্মরণ থেকে নিজেকে বিরত রাখবেন না; তাহলে তিঁনি আপনাকে আর স্মরণ করবেন না।
আমাকে স্মরণ করো; আমিও তোমাদের স্মরণ করবো।
__(সূরা বাকারা:১৫২)
➡️৩. কখনো দুয়া করা থেকে নিজেকে বিরত রাখবেন না; তাহলে তিঁনি বিপদে আর আপনার সাড়া দিবেন না।
আমার কাছে দুয়া করো; আমি সাড়া দিবো।
__(সুরা গাফির:৬০)
➡️৪. কখনো ক্ষমা চাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন না; তাহলে তিঁনি আর নাজাত/মুক্তি দিবেন না।
আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থীদের তিঁনি আযাব দেন না অর্থাৎ মুক্তি দেন।
__(সুরা আনফাল ৩৩)
0 Comments