""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
[সুরা-আহযাব, আয়াত-৪০, তফসীর]
--------------------------------------------------------
বিসমিল্লাহির রহমানির রহিম,
---------------------------------------------
আল্লাহ তা'আলা বলেন-
---
"মুহাম্মাদ তোমাদের মধ্যের কোন পুরুষের পিতা নন, বরং তিঁনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ।"
__________[সুরা-আহযাব আয়াত-৪০]________
~~~
আয়াতের সংক্ষিপ্ত তাফসীর:
মহান আল্লাহ বলেন:
মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কোন পুরুষ মানুষের পিতা নন।
বরং তিনি আল্লাহ তা‘আলার রাসূল এবং সর্বশেষ নবী।
মানুষেরা যখন যায়েদ (رضي الله عنه)-কে যায়েদ বিন মুহাম্মাদ নামে
সম্বোধন করতে লাগল তখন তাদের এ সম্বোধনকে নিষেধাজ্ঞা দিয়ে এ আয়াতটি নাযিল করা হয় এবং
এ কথা প্রমাণ করা হয় যে,
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-সর্বশেষ ও চূড়ান্ত নবী,
তাঁর পর আর কোন নবী আসবে না।
~~~
মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যে সর্বশেষ ও চূড়ান্ত নবী এর প্রমাণ:
---
(১) ইতোপূর্বে আল্লাহ তা‘আলা যত নবী প্রেরণ করেছেন তাদের
কারো মাধ্যমে দীন পূর্ণ করে দেননি।
কিন্তু মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মাধ্যমে দীন পূর্ণ করে দিয়েছেন।
আল্লাহ তা‘আলা বলেন: (اَلْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِيْنَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِيْ وَرَضِيْتُ لَكُمُ الْإِسْلَامَ دِيْنًا) “আজ (আরাফাহ দিবস) তোমাদের জন্য তোমাদের দীন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দীন মনোনীত করলাম।”
(সূরা মায়িদা ৫:৮)
সুতরাং দীন পরিপূর্ণ হয়ে যাওয়ার পর আর কোন নবী আসার সুযোগ ও প্রয়োজন নেই।
---
(২) জাবের ইবনু আবদুল্লাহ (رضي الله عنه) হতে বর্ণিত তিনি বলেন:
আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন:
"আমার এবং অন্যান্য নবীদের দৃষ্টান্ত হল ঐ ব্যক্তির মত,
যে একটি ঘর নির্মাণ করল, ঐ ঘরটিকে পরিপূর্ণ করল এবং সুন্দর করে নির্মাণ করল তবে একটি ইট বসানোর জায়গা ব্যতীত।
যে ব্যক্তিই ঐ ঘরে প্রবেশ করে সে ব্যক্তিই ঘরের সৌন্দর্য দেখে আশ্চর্য হয়ে বলে:
কতই না সুন্দর, তবে শুধুমাত্র ঐ স্থানটুকু ব্যতীত। ঐ ইটের যে জায়গা সেটুকু হলাম আমি।
আমার দ্বারাই নবী পাঠানো বন্ধ করা হয়েছে। অর্থাৎ আমিই শেষ নবী।"
(সহীহ বুখারী হা: ৩৫৩৫, সহীহ মুসলিম হা: ২২৮৬)
---
(৩) জুবাইর বিন মুতইম (رضي الله عنه) হতে বর্ণিত, তিনি বলেন,
আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি যে,
তিঁনি বলেন:
নিশ্চয়ই আমার কয়েকটি নাম রয়েছে।
আমি মুহাম্মাদ, আমি আহমাদ, আমি মাহী, আমার দ্বারা আল্লাহ তা‘আলা কুফরীকে মিটিয়ে দেবেন।
আমি হাশের, আমার পায়ের ওপর দিয়ে জনগণকে একত্রিত করা হবে।
আমি আকেব, আর আকেব বলা হয় যার পরে আর কোন নবী আসবেন না।
(সহীহ বুখারী হা: ৩৫৩২, ২৩৫৪)
---
(৪) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আলী (رضي الله عنه)-কে লক্ষ্য করে বলেছেন:
"হে আলী !
মূসার কাছে হারূনের মর্যাদা যেরূপ আমার কাছে তোমার মর্যাদা সেরূপ, তবে আমার পর আর কোন নবী আসবে না।"
~~~
এ ছাড়াও অনেক প্রমাণ রয়েছে,
যা প্রমাণ করে মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সর্বশেষ ও চূড়ান্ত নবী।
তাই প্রত্যেক মু’মিন-মুসলিমকে অবশ্যই বিশ্বাস করতে হবে,
মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সর্বশেষ ও চূড়ান্ত নবী, তাঁর পর পৃথিবীতে,
আর কোন নাবী আসবেন না। কারো এ বিশ্বাস না থাকলে তার ঈমান থাকবে না।
~~~
আয়াত হতে শিক্ষণীয় বিষয়:
~~~
১. মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সর্বশেষ নবী,
এবং তার পরে আর কোন নাবী আসবেন না।
~~~
২. মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কোন পুরুষ মানুষের পিতা নন অর্থাৎ তাঁর কোন জ্ঞানপ্রাপ্ত বয়ষ্ক ছেলে ছিল না।
__________[তফসীর ফাতহুল মাজীদ]________

0 Comments