বই পড়ে ‘ইলম অর্জন নিঃসন্দেহে করা যায়। তবে আদব বলতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে রয়েছে। সেটা শিখতে হলে আলেমদের, ভালো মানুষদের সংস্পর্শে থাকতে হয়। নতুবা জ্ঞান কেবল অহংকারের পাল্লাই ভারী করে। নিয়ে যায় জাহান্নামে। আমাদের সালাফরা জ্ঞানার্জনের আগে বছরের পর পর আলেমদের সামনে বসে থেকে আদব শিখতেন। তারা বলতেন,
من حسن الأدب ألّا تغالب أحدا على كلامه، وإذا سئل غيرك فلا تجب عنه، وإذا حدّث بحديث فلا تنازعه إياه، ولا تقتحم عليه فيه، ولا تره أنك تعلمه، وإذا كلّمت صاحبك فأخذته حجتك فحسّن مخرج ذلك عليه ولا تظهر الظفر به، وتعلم حسن الاستماع، كما تعلّم حسن الكلام
“যথাযথ আদবের মধ্যে রয়েছে-
১। কেউ কথা বলা অবস্থায় তুমি কথা বলবে না।
২। যে প্রশ্ন তোমাকে করা হয়নি তার উত্তর দেবে না।
৩। কেউ কথা বলা অবস্থায় তার সাথে তর্ক করবে না, তাকে বাঁধা দেবে না, এমন ভাব ধরবে না যে, সে যা বলছে তুমি তা আগে থেকেই জানো।
৪। যদি তুমি দলীল দিয়ে তার ওপর জয়ী হও, তাহলে তার জন্য এটা মেনে নেয়া সহজ করে দাও। তুমি জিতে গেছো এমন ভাব প্রকাশ করো না।
৫। যেভাবে কথা বলতে শিখেছো, সেভাবে কথা শুনতেও শিখবে।”
[আল-‘ইকদ আল ফারিদ, ২/২৬৪]
ফ্রম:শিহাব আহমেদ তুহিন{আল্লাহ্ ভাইকে উত্তম প্রতিদান দান করুন}
0 Comments