Ad

মৃত্যু হল তো পৃথিবীর স্বাদ স্বপ্ন শেষ হয়ে গেল আর শুরু হল চিরস্থায়ী জীবনের যাত্রা




আমার আপনার একটাই জীবন। কত মূল্যবান, কত গুরুত্বপূর্ণ এই জীবন। পৃথিবীর এই জীবন শেষ মানেই সবকিছুর শেষ নয়। মৃত্যুর ফলে আমার আপনার জীবন স্থান পরিবর্তন করবে এবং এই পৃথিবীর ক্ষনস্থায়ী জীবন শেষ করে আখেরাতের চিরস্থায়ী জীবনের যাত্রা শুরু করবে।
সেই চিরস্থায়ী জীবনের শান্তি ও কষ্ট দুটোই চীরস্থায়ী হবে। সুখ শান্তির স্থান হবে জান্নাত এবং দুঃখ কষ্টের স্থান হবে জাহান্নাম । এই পৃথিবীর ক্ষনস্থায়ী জীবন, আখেরাতের চিরস্থায়ী জীবনের ক্ষেত স্বরুপ। যদি কেউ এই পৃথিবীর জীবন থেকে ইমান ও নেক আমল নিয়ে যেতে পারে তাহলে তার আখেরাতের চিরস্থায়ী জীবন হবে সুখ ও শান্তির। অনুরূপ ইমান আমল নিয়ে যদি যেতে না পারে তাহলে চিরস্থায়ী জীবন হবে কষ্টের।
এই পৃথিবীর ক্ষনস্থায়ী জীবনে যদি আমি আপনি আমাদের মাতা-পিতা, ভাই-বোন, পরিবার, গোষ্ঠী, সমাজ এর সকল মানুষের পাওনা ন্যায্য হক্ব সঠিকভাবে যেন আদায় করতে পারি। মানুষের ন্যায্য হক্ব যেন নষ্ট না করি। মানুষকে যেন ধোঁকা না দেয়, মানুষের সাথে যেন প্রতারনা না করি। আমাদের আখলাক (চরিত্র) কে যেন সুন্দর করতে পারি। আল্লাহর আদেশগুলো মেনে চলি এবং আল্লাহর নিষেধ কৃত কাজগুলো বর্জন করি।
ইনশাআল্লাহ তাহলেই আমাদের পৃথিবীর এই জীবন সাফল্যমন্ডিত হবে এবং চিরস্থায়ী জীবন হবে সুখ ও শান্তির যার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ।

আল্লাহ তায়ালা আমাকে এবং আপনাদের সবাইকে তার হুকুম ও তার রসূল হযরত মুহাম্মদ (সঃ) এর সুন্নত মোতাবেক জীবনকে গড়ার তৌফিক দান করুন। আমিন।

Post a Comment

0 Comments