Ad

আমরা অনেকেই জানিনা কি কি কারণে নামাজ ভেঙে যায়।নামাজ ভঙ্গের কারণসমূহ :নামাজ ভঙ্গের কারণ ১৯টি:




০১। নামাজে অশুদ্ধ (সুরা/কেরাত) পড়া।
০২। নামাজের ভিতর কথা বলা।
০৩। কোন লোককে সালাম দেওয়া।
০৪। সালামের উত্তর লওয়া।
০৫। উহ্!আহ্ শব্দ করা।
০৬। বিনা ওজরে (বিনা কারণে) কাশা।
০৭। আমলে কাছীর করা। (নামাজের মধ্যে এমন কোন কাজ করা যার দ্বারা অন্য কোন লোক মনে করে, সে নামাজের মধ্যে নেই)।
০৮। বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাঁদা।
০৯। তিন তাসবীহ্ পরিমাণ ছতর খুলিয়া থাকা। (তিন বার সুবহানা রবহিয়ালআলা বলতে যতটুকু সময় লাগে, ততটুকু সময় যদি আপনার নাভি থেকে হাটু পর্যন্ত খোলা থাকে তাহলে আপনার নামাজ ভেঙ্গে যাবে)
১০। মুক্তাদী ব্যতীত অপর ব্যক্তির লোকমা নেওয়া।
১১। সুসংবাদ ও দুঃসংবাদে উত্তর দেওয়া।
১২। নাপাক জায়গায় সেজদা করা।
১৩। কেবলার দিক হইতে সিনা ঘুরিয়া যাওয়া।
১৪। নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া।
১৫। নামাজে শব্দ করিয়া হাঁসা।
১৬। নামাজে সাংসারিক কোন বিষয়ক প্রার্থনা করা।
১৭। হাঁচির উত্তর দেওয়া।
১৮। নামাজে খাওয়া ও পান করা।
১৯। ইমামের আগে মুক্তদী দাঁড়ান/রুকু/সেজদা /সালাম ফিরানো/ইত্যাদি করা।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সহিহ শুদ্ধভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন।(আমিন)

Post a Comment

0 Comments