Ad

পরিশুদ্ধতা সফলতার চাবিকাঠি



আল্লাহ তা'আলা আমাদেরকে এই পৃথিবীতে সাময়িক কিছু সময়ের জন্য জীবন দান করে পাঠিয়েছেন, আবার মৃত্যুর মাধ্যমে এই পৃথিবীর জীবনের সমাপ্তি ঘটাবেন।
আমাদের পৃথিবীর এই জীবনটা হচ্ছে একটি পরীক্ষা, আর পৃথিবী হচ্ছে সেই পরীক্ষার হল। আল্লাহ রব্বুল আলামীন আমাদেরকে এই পরিক্ষার হলে কিভাবে পরীক্ষা দিতে হবে, সে বিষয়ে বিস্তারিতভাবে বলে দিয়েছেন।
আল্লাহ তা'আলা আল কুরআনুল কারীমে তার হুকুম-আহকাম,হালাল-হারাম, জান্নাত-জাহান্নাম, জন্ম-মৃত্যু, ইহকাল-পরকালসহ আরও বিভিন্ন বিধান ও নানা বিষয় সম্পর্কে মানুষকে অবহিত করেছেন এবং সেই সাথে আল্লাহ তা'আলা তার হাবীব হযরত মুহাম্মাদ (সঃ) এর মাধ্যমে মানুষের নিকট ব্যবহারিক শিক্ষা এবং মানুষকে এই পৃথিবী নামক পরীক্ষা হলের কি কি বিষয়ে পরীক্ষা দিতে হবে, কিভাবে পরীক্ষা দিতে হবে সেটাও বর্ননা করে দিয়েছেন।
এখন মানুষের কাজ হবে শুধু সেই বিষয় সম্পর্কে জ্ঞানার্জন করে আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। প্রতিটি গুনাহ আমাদের ক্ষতির কারন। গুনাহ করলে আত্মার পরিশুদ্ধতা নষ্ট হয় আত্মা কলুষিত হয়। কলুষিত আত্মাকে তওবার মাধ্যেম পবিত্র করতে হবে, আর সেজন্য আল্লাহর নিকট পবিত্র লাভের জন্য বেশী বেশী দোয়া ও ইস্তেগফার করতে হবে। গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে।
আল্লাহ তা'আলার নেক বান্দাদের সাথে সম্পর্ক
রাখতে হবে।
জীবনের পিছনের সমস্ত ভুল ভ্রান্তি থেকে নিজেকে মুক্ত করে পরিশুদ্ধতা অর্জন করতে হবে। আল্লাহ
আমাদের সকলকে ক্ষমা করুন। আমিন।
আল কুরআনে আল্লাহ তা'আলা ইরশাদ করেন-
নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে, যে নিজেকে পরিশুদ্ধ করেছে। এবং সে ব্যর্থ হয়েছে, যে নিজেকে কলুষিত করেছে।
বাংলা অনুবাদ-
সূরা শামস আয়াতঃ(৯-১০)

Post a Comment

0 Comments