একদা জনৈক বেদুঈন রাসূলুল্লাহ (সঃ)-এর কাছে আগমন করে।
তার মাথার চুল ছিল ইতস্ততঃ বিক্ষিপ্ত।
সে বলল, ইয়া রাসূলুল্লাহ (সঃ)! আমাকে বলুন,
আল্লাহ আমার উপর কত ওয়াক্ত নামায ফরজ করেছেন?
রাসূলুল্লাহ (সঃ) বললেন, পাঁচ ওয়াক্ত।
তবে তুমি যদি নফল নামায পড় তবে তা স্বতন্ত্র কথা।
লোকটি বলল,আমাকে বলুন,
আল্লাহ আমার উপর কতটা রোযা ফরজ করেছেন?
রাসূলুল্লাহ (সঃ) বললেন,গোটা রমজান মাস,তবে তুমি যদি নফল রোযা রাখ তবে তা স্বতন্ত্র কথা।
লোকটি আবার বলল, রাসূলুল্লাহ (সঃ)! আমাকে বলুন, আল্লাহ আমার উপর কি পরিমান যাকাত ফরজ করেছেন?
এবার রাসূলুল্লাহ (সঃ) তাকে ইসলামের বিধি বিধান জানিয়ে দিলেন। অতপর লোকটি বলল, সেই মহান সত্তার শপথ যিনি আপনাকে সত্য বিধান দিয়ে সম্মানীত করেছেন।
মহান আল্লাহ আমার উপর যা ফরজ করেছেন,আমি তা কম বেশি করবো না।
লোকটির মন্তব্য শুনে রাসূলুল্লাহ (সঃ) বললেন, সে সত্য বলে থাকলে সফলতা লাভ করল। অথবা বললেন (বর্ণনাকারীর সন্দেহ), সে সত্য বলে থাকলে জান্নাত লাভ করল।
(ছহীহ বোখারী,প্রথম খন্ড, পৃষ্টা ৩৩৩)
0 Comments