28. হযরত মুহাম্মদ (সাঃ) বলেন:
"তোমরা বিপদে পরে মৃত্যু কামনা করবে না। বরং বলবে, হে আল্লাহ, যে পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কল্যাণকর, আমাকে ততক্ষণ জীবিত রাখুন এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর তখন আমাকে মৃত্যু দিন"
29. "সূরা ইয়াসিন কে কোরআনের হৃদয় বলা হয়।"
__হযরত মুহাম্মদ (সাঃ)
30. "মায়ের একটি কষ্টের নিঃশ্বাস, সাতটি দোযখের চেয়েও ভয়ংকর। আর একটি সুখের হাসি আটটি বেহেস্তের সমান।"
__হযরত মুহাম্মদ (সাঃ)
31. "যে অন্যের্য বাবা মা কে গালি দিলো সে যেনো নিজের বাবা মাকেই গালি দিলো।"
__হযরত মুহাম্মদ (সাঃ)
32. রাসূল (সাঃ) বলেছেন:
"আমি যা জানি তোমরা যদি তা জানতে পারতে, তবে নিশ্চয়ই খুব কম হাসতে এবং খুব বেশি কাঁদতে।"
33. "মানুষ যদি মৃত ব্যাক্তির আর্তনাদ দেখতে এবং শুনতে পেতো তাহলে মানুষ মৃত ব্যাক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাঁদত।"
34. মহানবী (সাঃ) বলেছেন: "সূরা ফাতিহা তোমরা ধীরে ধীরে পাঠ করো, কারণ মহান আল্লাহ নিজে তার জবাব দেন।"
(মুসলিম-৯১০)
35. রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন:
"কিয়ামতের দিন যে জিনিসটি মুমিনদের পাল্লায় ভারী হবে সেটি হচ্ছে সুন্দর চরিত্র।"
(আবু দাউদঃ-৪১০১)
36. "কবরের ভিতরের প্রথম চাপ পৃথিবীর সকল কষ্টকে হার মানিয়ে দিবে।"
--হযরত মোহাম্মদ (সঃ)
37. হযরত মুহাম্মদ (সাঃ) বলেন:
"যে ব্যাক্তির অন্তরে এক সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবেন না।"
- সহীহ মুসলিম, হাদিসঃ৯১
38. "কিয়ামতের দিন ঐ ব্যাক্তির জন্য সুপারিশ করা হবে যে প্রচুর শীত উপেক্ষা করেও ফজরের নামাজ আদায় করলো।"
_হযরত মুহাম্মদ (সাঃ)
39. "নিশ্চয় মহান আল্লাহ নম্র, তিনি নম্রতা পছন্দ করেন। তিনি নম্র স্বভাবের লোককে যা দান করেন তা কঠিন স্বভাবের লোককে দান করেন না।"
_হযরর মুহাম্মদ (সাঃ)
(আবু দাউদ-৪৮০৭, সহীহ)
40. "কবর মানুষকে দিনে ৭০ বার করে স্বরন করে।"
__হযরর মুহাম্মদ (সাঃ)
0 Comments