সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন অবশ্যয়ই এই মাসে সিয়াম পালন করে। (সূরা বাকারা ১৮৫)
※ হাদীস-
عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالْحَجِّ، وَصَوْمِ رَمَضَانَ
হযরত ইবন উমার রাযিঃ থেকে বর্ণিত৷ তিনি বলেন,হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেনঃ দ্বীনে ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত৷
১৷ এই সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ব্যতীত অন্য কোন সত্য উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা ও তাঁর প্রেরিত রসূল।
২৷ সালাত কায়িম করা।
৩৷ যাকাত আদায় করা।
৪৷ হাজ্জ সম্পাদন করা৷
৫৷ রমযানের সিয়াম পালন করা।
0 Comments