Ad

পবিত্র_মাহে_রমযানের_রোযার_ফযিলত




#মুফতী_তাহমীদ_শামী
----------------------------------
মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেন-
يٰآاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ.
হে মু'মিনগণ! তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হইল,যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হইয়াছিল,যাতে তোমরা মুত্তাকী হতে পার- (সূরা বাকারা ১৮৩)
আল্লাহ তায়ালা অন্য আয়াতে বলেন-
فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَـصُمْهُ ؕ
সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন অবশ্যয়ই এই মাসে সিয়াম পালন করে। (সূরা বাকারা ১৮৫)
※ হাদীস-
عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالْحَجِّ، وَصَوْمِ رَمَضَانَ ‏
হযরত ইবন উমার রাযিঃ থেকে বর্ণিত৷ তিনি বলেন,হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেনঃ দ্বীনে ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত৷
১৷ এই সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ব্যতীত অন্য কোন সত্য উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা ও তাঁর প্রেরিত রসূল।
২৷ সালাত কায়িম করা।
৩৷ যাকাত আদায় করা।
৪৷ হাজ্জ সম্পাদন করা৷
৫৷ রমযানের সিয়াম পালন করা।
[সনদ সহীহ] (সহীহুল বুখারী ৮,৪৫১৪,সহীহু মুসলিম ১৬, সুনানে তিরমিযী ২৬০৯, ৫০০১,সুনানে আবূ দাউদ ৪৭৮৩,৫৬৩৯, ৫৯৭৯, ৬২৬৫,মুসনাদে আহমাদ ৬০২২,৬৩০৯,
রিয়াদুস সলিহীন ১২১৪)
'
※ হাদীস-
وَعَنْ سَلْمَانَ الْفَارِسِىِّ ، قَالَ : خَطَبَنَا رَسُوْلُ اللّٰهِ ﷺ فِى اٰخِرِ يَوْمٍ مِنْ شَعْبَانَ فَقَالَ : يَا أَيُّهَا النَّاسُ! قَدْ أَظَلَّكُمْ شَهْرٌ عَظِيمٌ، شَهْرٌ مُبَارَكٌ، شَهْرٌ فِيهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ، جَعَلَ اللهُ تَعَالٰى صِيَامَه فَرِيضَةً، وَقِيَامَ لَيْلِه تَطَوُّعًا، مَنْ تَقَرَّبَ فِيهِ بِخَصْلَةٍ مِنَ الْخَيْرِ كَانَ كَمَنْ أَدّٰى فَرِيضَةً فِيمَا سِوَاهُ، وَمَنْ أَدّٰى فَرِيضَةً فِيهِ كَانَ كَمَنْ أَدّٰى سَبْعِينَ فَرِيضَةً فِيمَا سِوَاهُ. وَهُوَ شَهْرُ الصَّبْرِ، وَالصَّبْر ثَوَابُهُ الْجَنَّةُ،

Post a Comment

0 Comments