১. ইহাতে আল্লাহ তায়ালার সন্তোষ্টি ও রেজাবন্দী রহিয়াছে। কেননা আল্লাহপাক আত্মীয় স্বজনের সহিত সৎ ব্যবহার করার হুকুম করিয়াছেন।
২.আত্মীয় স্বজন আনন্দিত হয়। হুজুর (সাঃ) এর পবিএ এরশাদ রহিয়াছে, সর্বোত্তম আমল মুমীনকে খুশী করা।
৩.ফেরেশতারাও অত্যান্ত আনন্দিত হয়।
৪.মুসলমানের পক্ষ হইতে তাহার প্রশংসা করা হয়।
৫.ইহাতে অভিশপ্ত শয়তানের বড় কষ্ট হয়।
৬.ইহার কারনে আয়ু বৃদ্ধি পায়।
৭. রিযিকে বরকত হয়।
৮.মৃত ব্যক্তিরা ইহাতে আনন্দিত হয়। যাহাদের বাপ দাদা ইন্তেকাল করিয়াছেন তাহারা ইহার সংবাদ পাইয়া আনন্দিত হয়।
৯.পারস্পারিক সম্পর্ক শক্তিশালী হয়। যখন তুমি কাহাকেও সাহায্য করিবে, কাহারও প্রতি অনুগ্রহ করিবে, তোমার প্রয়োজন ও কষ্টের সময় সে আন্তরিক ভাবে তোমাকে সাহায্য করিতে চাহিবে।
১০. মৃত্যুর পরেও তুমি ইহার সওয়াব পাইতে থাকিবে। কেননা, তুমি যাহাকে সাহায্য করিবে, তোমার মৃত্যুর পর সর্বদা সে তোমাকে স্মরণ করিয়া নেক দোয়া করিতে থাকিবে।
0 Comments