Ad

জান্নাতের দরজা সমুহ


হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাঃ থেকে বর্নিত, যে বেহেশত আটটি
দরজা বিশিষ্ট হবে। আর তা মহানুল্যবান মণিমুক্তা ও স্বর্ন খচিত।
*প্রথম দরজার উপর কালেমায়ে ত্যায়্যিবাহ অংকিত থাকবে। আর সেই দরজা দিয়ে,নবী,রসুল,আলেম উলামা,সহিদ,এবং দানাশীল ব্যক্তি বৃন্দ প্রবেশ করবেন।
*দ্বিতীয়  দরজা দিয়ে প্রবেশ করবে অজু সম্পাদনকারী ও নামাজ
আদায়কারীগন।
*তৃতীয় দরজা দিয়ে প্রবেশ করবে তুষ্ট চিত্তে যাকাত আদায়কারীগন।
* চতুর্থ দরজা দিয়ে প্রবেশ করবে সৎকাজের আদেশকারী ও অসৎকাজে নিশেধকারীগন।
*পঞ্চম দরজা দিয়ে প্রবেশ করবে,কুপ্রবৃত্তি ও লোভ লালসা দমনকারীগন।
*ষষ্ঠ  দরজা দিয়ে প্রবেশ করবে, হজ্জ ও ওমরা আদায়কারী গন।
*সপ্তম দরজা দিয়ে প্রবেশ করবে,ধর্মযোব্ধাগন
*অষ্টম দরজা দিয়ে প্রবেশ করবে, তাওহীদ ও একত্ববাদী, ও পিতা
মাতার সাথে সধাচারনকারী গন।
জান্নাতের এই প্রতিটি দরজার ভিন্ন ভিন্ন নাম রহিয়াছে যেমনঃ
*প্রথম দরজার নাম দারুল জেনান,এটি শ্বেতশুভ্র মুক্তাদ্বারা তৈরি।
*দ্বিতীয় দরজার নাম,দারুস সালাম,এটি লাল ইয়াকুত দ্বারা তৈরি।
*তৃতীয় দরজার নাম, জান্নাতল মাওয়া,এটি উজ্জল সবুজ পান্না দ্বারা
তৈরি।
*চতুর্থ দরজার নাম,জান্নাতুল খুলদ',এট হলুদ মারজান পাথর দ্বারা
তৈরি।
*পঞ্চম দরজার নাম,জান্নাতুন নাঈম' এটি রুপার তৈরি।
* ষষ্ট দরজার নাম, জান্নাতুল ফিরদাউস, এট স্বর্ন দ্বারা নির্মিত।
*সপ্তম দরজার নাম,জান্নাতুল আদন',এটি শুভ্র মুক্তা ও হীরা দ্বারা তৈরি।
*অষ্টম দরজার নাম,জান্নাতুল কেদ্দা' এটি সর্ব্বৃহৎ ও সর্বোত্তম। এর
দুইটা দরজা স্বর্ন ও রৌপ্য দ্বারা নির্মিত। এর একটা দরজা হতে অন্য
দরজার দুরত্ত পাঁচশত বছরের রাস্তা এর ইট একটি সোনা ও একটি
রোপার।গাঁথুনি  মেশক,আম্বর ও জাফরান মেশানো মাটি।
আর এর কামরাগুলা 'লুলু' নামক একপ্রকার মুল্যবান মুক্ত দ্বারা তৈরি।
প্রতিটি কামরার জানালা সমুহকে লাল ইয়াকুত ও জওহর দ্বারা তৈরি।
এতে রয়েছে আবে রহমত নামক একটি সচ্ছ' ঝরনা। এর শাখাপ্রশাখা প্রতিটি জান্নাতের মধ্যেই বিদ্যমান।
আবে রহমতের পানি বরফের চেয়ে শীতল মধুর চেয়ে মিস্টি এবং
দুধের চেয়েও সাদা।এতে থাকবে রসুল সঃ এর হাউজে কাওসার।
এখানে আরো চারটি স্রোতস্বিনী  নহর থাকবে।সেগুলার নাম হলো
নহরে 'কাকুর', নহরে "তাসনীম", নহরে "সালসাবীল",এবং নহরে
" মাখতুম" তাছাড়া বেহেশতে আরো অনেক নহর বিদ্যমান থাকবে।
মহান করুনাময় আল্লাহ তা'য়ালা তার বান্দাদের জন্য কি নিয়ামাতঃ
বানায়েছে। আসুন আমরা ওই নিয়ামাতঃ পাওয়ার লক্ষে আল্লাহ ও
রাসুলুল্লা সঃ এর হুকুম মেনে চলি।ওয়ামা তাওফিক ইল্লাবিল্লাহ।
সুত্রঃ দাকায়েকুল আখবার(ইমাম গাজ্জালী রহঃ)

Post a Comment

0 Comments