Ad

এক পাপী বান্দার অবাককরা ঘটনা - # সুবহানাল্লাহ


একদিন নবী হযরত মুসা আ. তূর পাহাড়ে যাচ্ছিলেন। পথি
মধ্যে একজন পাপী মানুষের সাথে সাক্ষাৎ হলো। সে মুসা
আ. কে বললেন, হে নবী মুসা আ.! আপনি তূর পাহাড়ে
যাচ্ছেন, আমার আল্লাহর কাছে আমার ব্যাপারে একটু
জিজ্ঞাসা করিয়েন। আমার পাপের জন্য কী রকম শাস্তি
নির্ধারণ করেছেন।
হযরত মুসা আ. তূর পাহাড়ে গেলেন এবং আল্লাহর কাছে
ঐ লোকের ব্যাপারে জিজ্ঞাসা করলেন। আল্লাহ পাক
বললেন, হে মুসা! ঐ পাপী বান্দাকে বলে দিয়ো, তার
কর্মের জন্য জাহান্নামের সবচেয়ে নিচে কঠিন
যন্ত্রনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। হযরত মুসা
আ. ফিরার পথে দেখলেন সেই পাপী লোকটি একটি পাথর
খন্ডে অধির আগ্রহে মন খারাপ করে বসে রয়েছেন।
সাক্ষাতের পর মুসা নবী আল্লাহর পক্ষ থেকে আসা উত্তর
টুকু তাকে শুনিয়ে দিলেন।
এই সংবাদ শুনে পাপী লোকটি বসা থেকে দাড়িয়ে
আনন্দে আত্বহারা হয়ে খুশীতে লাফালাফি আরম্ভ করে
দিলেন।আর বার বার বলতে লাগলো হে আল্লাহ! আপনার
দরবারে অনেক শুকরিয়া, সকল প্রশংসা শুধু আপনারই। মুসা
আ. খুবই আশ্চর্যের সাথে জিজ্ঞাসা করলেন। কি হল
তোমার, জাহান্নামের শাস্তির কথা শুনে ও তুমি এত খুশী
কেন.?
উত্তরে পাপী লোকটি বললেন, আমি কেন আল্লাহর
শুকয়িা আদায় করবো না। আমি তো মনে করেছি আমার
পাপের শাস্তি স্বরুপ আল্লাহ তাআলা তার বান্দাদের
তালিকা থেকে আমার নামটি কেটে দিয়েছেন। আমি
কেন শুকরিয়া আদায় করবো না যে, আমার আল্লাহ
আমাকে মনে রেখেছেন। আমি তো ভেবেছি যে পরিমান
নাফরমানি আমি করেছি আমার আল্লাহ উত্তর ও দিবে
না।
নবী মুসা আ. তার এমন আজব খুশীর উত্তর শুনে, আবার তুর
পাহাড়ের দিকে গেলেন। তখন আল্লাহর পক্ষ থেকে
আওয়াজ এলো, হে মুসা!
আমার সেই পাপী বান্দাকে বলে দিয়েন, তার জন্য
নির্ধারিত কঠিন আজাবের কথা শুনেও সে যে খুশীতে
আত্মহারা হয়ে শুকরিয়া আদায় করেছে সেইটা আমি
আল্লাহর অনেক পছন্দ হয়েছে। তার বিনিময়ে তার সকল
পাপকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম এবং জান্নাতে
একটি প্রাসাদের ব্যাবস্থা করে দিলাম #সুবহানাল্লাহ -
শেয়ার করুন-
( আল বেদায়া ওয়ান নেহায়া - তিরমিজি)

Post a Comment

0 Comments