"ভাল আর মন্দ কখনই সমান হতে পারে না,তুমি
ভাল(কাজ)দ্বারা মন্দ(কাজ)
প্রতিহত করো,তাহলেই (তুমি দেখতে পাবে)
তোমার এবং যার সাথে তোমার শত্রুতা
ছিল,তার মাঝে এমন (অবস্থা সৃষ্টি) হয়ে যাবে,
যেন সে (তোমার) অন্তরঙ্গ বন্ধু।"
-(সূরা হা-মীম-আস সাজদাঃ৩৪)
"আলহামদুলিল্লাহ আমি মুসলিম,
মন্দ কখনই আমার অশ্রু হতে পারে না।"
ভাল(কাজ)দ্বারা মন্দ(কাজ)
প্রতিহত করো,তাহলেই (তুমি দেখতে পাবে)
তোমার এবং যার সাথে তোমার শত্রুতা
ছিল,তার মাঝে এমন (অবস্থা সৃষ্টি) হয়ে যাবে,
যেন সে (তোমার) অন্তরঙ্গ বন্ধু।"
-(সূরা হা-মীম-আস সাজদাঃ৩৪)
"আলহামদুলিল্লাহ আমি মুসলিম,
মন্দ কখনই আমার অশ্রু হতে পারে না।"
0 Comments