Ad

ও অামার মুসলিম ভাই বোনেরা মন দিয়ে নিচের লেখাটু পড়ার অনুরোধ করছি।




★জগতখ্যাত আলিম, অলী ও আধ্যাত্নিক সাধক ইমাম হাসান বসরী (রহ.) বলেছেন
★কুকুরের মধ্যে এমন দশটি গুণ আছে, যা একজন মানুষের মধ্যে থাকলে সে একজন সত্যিকার মুমিন ও অলীতে পরিনত হয়ে যেত।
(১) অধিকাংশ সময় সে ক্ষুধার্ত থাকে।
(২) তার নির্দিষ্ট কোন বাসস্থান নেই।
(৩) রাতের অধিকাংশ সময় সে নিদ্রাহীন থাকে।
(৪) শত অত্যাচারের পরেও সে মুনিবকে ত্যাগ করে না।
(৫) বসবাসের জন্য সামান্য জায়গা পেলে সে তাতেই সন্তুষ্ট থাকে।
(৬) কেউ তার জায়গা দখল করলে সে নির্দিধায় অন্যত্র চলে যায়।
(৭) কোথাও খাবার রক্ষিত থাকলে দূরে বসে কেবল তাকিয়ে থাকে।
(৮) কোন স্থান ত্যাগ করলে সেদিকে আর ফিরেও তাকায় না।
(৯) কেউ প্রহার করলে বা তাড়িয়ে দিলে চলে যায়। তারপর আবার একটু খাবার দিয়ে আহবান করলে সঙ্গে সঙ্গে এসে হাজির হয়। অতীতের কথা মনে করে জেদ ধরে না ।
(১০) মৃত্যুর সময় ওয়ারিশদের জন্য কোন সম্পদ রেখে যায় না।
★একটা কুকুর থেকে শিক্ষা নাও যে!
কুকুরটাকে মাংশ খেয়ে হাড্ডি দেয়া হয়।মাছ খেয়ে কাটা দেয়া হয়। থাকার জন্য কুকুরের মালিকে কোন ঘর বানিয়েও দেয় না!
দেখ তার পর ও সে মালিকের ডাক দেওয়ার সাথে সাথে মালিকের ডাকে সাড়া দিয়ে তারর হুকুম পালন করে থাকে।
★ আর তুমি মানুষ হয়ে অাজানের মাধ্যমে তোমার মালিক তোমাকে ডাকা সত্বেও তুমি কি তোমার মালিকের ডাকে সারা দিচ্ছ।
★এর জন্য আল্লাহ বলে ... ইন্নাল ইনসানা লি রব্বিহি লাকানূদ ।অর্থ ..মানুষ বরই নেমক হহারাম ।
★ আর অামরা মানুষ কে এত এত নেয়ামত দেওয়ার পরে ও আল্লাহর শুকরিয়া আদায় করি না। আল্লাহর ইবাদাত করি না।
★তুমি না সৃষ্টির সেরা জীব তোমাকে না আল্লাহ চিন্তা করার তৈফিক দিয়েছে তাহলে কেন তুমি জাহান্নামের আগুন থেকে বাচার চেস্টা করছ না।
★ হে আমার বন্ধুরা একটু বালিসের সাথে মাথা লাগিয়ে চিন্তা কর কি করছ তুমি? এখনো সময় আছে ফিরে আস অাল্লাহর দিকে সময়ের মূল্য দাও ।
★ ও আমার ভাই বোনেরা আজকে থেকে তওবা কর! যে যত দিন দুনিয়াতে বেঁচে থাকবো কখনো আল্লাহর হুকুম অমান্য করবোনা।

Post a Comment

0 Comments